আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রকৃত শিক্ষা হলো সেই আলো, যা মানুষকে কেবল দক্ষতা নয়, বরং আলোকিত হৃদয়, ন্যায়বোধ ও দায়িত্বশীলতা দিয়ে গড়ে তোলে। আর সেই লক্ষ্যেই আমরা স্বপ্নের এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি; একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মূল্যবোধনির্ভর শিক্ষাঙ্গন। যেখানে কোমলমতি শিক্ষার্থীরা বিশ্বাস, জ্ঞান ও মানবিকতাকে ধারণ করে বড় হতে পারে, এবং দেশ ও জাতির কর্ণধার হিসেবে পরিচিত হয়ে উঠতে পারে। আমাদের ক্যাম্পাসের প্রতিটি শ্রেণিকক্ষ সুপরিকল্পিত, প্রযুক্তিনির্ভর এবং অত্যন্ত শিক্ষা পরিবেশবান্ধব। শুধু পাঠ্যপুস্তকের শিক্ষা নয়, এখানে বাস্তবভিত্তিক শিক্ষা, নৈতিক শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের সমন্বিত চর্চা হয়। অভিজ্ঞ শিক্ষকগণ ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমার আন্তরিক বিশ্বাস, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রয়াসে ঢাকা সিটি মডেল কলেজ অচিরেই দেশের অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, ইনশাআল্লাহ। — সভাপতি ঢাকা সিটি মডেল কলেজ
